Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে বিমান দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু


৩০ জুলাই ২০১৯ ০৯:০৫

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি সামরিক বিমান  দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।উদ্ধারকর্মীদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

রাজধানী ইসলামাবাদের অদূরে রাওয়ালপিণ্ডির সেনা সদর দপ্তরের কাছাকাছি একটি আবাসিক এলাকায়  বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩০ জুলাই) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, বিমানের ১০ জন বেসামরিক আরোহী এবং ৫ জন ক্রু এই দুর্ঘটনায় মারা গেছেন এবং আহত আরও ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে এ দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ঘটনাস্থল সেনা সদস্য এবং উদ্ধারকর্মীরা ঘিরে রেখেছেন।

টপ নিউজ পাকিস্তান পাকিস্তানি সেনাবাহিনী বিমান দুর্ঘটনা মৃত্যু রাওয়ালপিন্ডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর