Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে নিখোঁজের ১২ ঘন্টা পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার


৩০ জুলাই ২০১৯ ০২:৪৮

জয়পুরহাট : জয়পুরহাট শহর থেকে নিখোঁজের ১২ ঘন্টা পর নদী থেকে স্কুল ছাত্রীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) রাত ১০ টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার ছোট যমুন নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্রী রিতু পাল জেলা শহরের সবুজ নগর এলাকার বিশ্বজিৎ পালের মেয়ে ও সদর উপজেলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান জানান , রিতু প্রতি দিনের মত সোমবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া না গেলে রিতুর বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিজ্ঞাপন

পরে রাত ১০ টার দিকে পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী এলাকার শ্মশানঘাটের কাছে একটি মেয়ের ভাসমান মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাটি জানাজানি হওয়ায় সেখানে গিয়ে মৃতদেহটি রিতুর বলে সনাক্ত করেন তার স্বজনরা। তবে এই ঘটনার কোন ক্লু বা কারণ উদ্ধার করতে পারেনি পুলিশ।

 

সারাবাংলা/এসকে/কেকে

 

জয়পুরহাট লাশ উদ্ধার স্কুল ছাত্রী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর