সুপ্রিয় চক্রবর্তী মারা গেছেন
৩০ জুলাই ২০১৯ ০০:৫৭ | আপডেট: ৩০ জুলাই ২০১৯ ০১:২৫
সিলেটের বীর মুক্তিযোদ্ধা, ও বিশিষ্ট আয়কর আইনজীবি সুপ্রিয় চক্রবর্তী মারা গেছেন। ৭৪ বছর বয়সে সোমবার (২৯ জুলাই) রাত আটটায় তিনি ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত দুই সপ্তাহ ধরে বার্ধক্য জনিত শারিরীক সংকটে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সন্ধানীকে মরণোত্তর চোখ এবং টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালকে দেহ দান করে গেছেন।
সুপ্রিয় চক্রবর্তী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং মানবাধিকার কর্মী সুলতানা কামালের স্বামী। তিনি সিলেটের ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির সাবেক সভাপতি।