Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টে ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী


২৯ জুলাই ২০১৯ ২০:৩০ | আপডেট: ৩০ জুলাই ২০১৯ ০২:৩১

ঢাকা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগস্টে ঢাকা সফরে আসছেন। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এটিই হবে তার প্রথম ঢাকা সফর।

সোমবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদকের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন  এই তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী আগস্টে ঢাকা আসবেন। এটা হবে তার সৌজন্য সফর।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি পবিত্র হজ পালন শেষে ১৭ আগস্ট ঢাকা আসব। এরপর তিনি আসবেন। সেটা ২০ অথবা ২১ আগস্ট হতে পারে। দিন-ক্ষণ নিয়ে এখনও কাজ চলছে।’

প্রসঙ্গত, ড. এ. কে. আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারিতে প্রথম বিদেশ সফরে ভারতের আমন্ত্রণে নয়াদিল্লি যান। এর আগে বিগত ২০১৪ সালে সুষমা স্বরাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ওই বছরের ২৫ জুন প্রথম বিদেশ সফরে ঢাকায় আসেন।

একাধিক কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগস্টের প্রথম সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। নয়াদিল্লিতে ৭ আগস্ট দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নিরাপত্তা ইস্যূতে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অভিবাসন, চোরালান, রোহিঙ্গা সঙ্কট এবং ভ্রমণ ব্যবস্থা সম্পর্কিত দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হবে।

এস জয়শঙ্কর টপ নিউজ বাংলাদেশ সফর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর