Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার থেকে মিলবে ঈদের নতুন নোট


২৯ জুলাই ২০১৯ ১৯:১৫ | আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১৯:২৪

ঢাকা: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে ৮ আগস্ট পর্যন্ত নতুন নোট বিনিময় করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে।

সোমবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সাঈদা খানম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ ৩০টি বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

যে ৩০টি ব্যাংক থেকে নতুন টাকা বিনিময় করা যাবে সেগুলো হলো, এনসিসি ব্যাংক, যাত্রাবাড়ী শাখা; জনতা ব্যাংক, আব্দুল গণি রোড কর্পোরেট শাখা অগ্রণী ব্যাংক, জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা; এন.আর.বি গ্লোবাল ব্যাংক, মিরপুর শাখা; সাউথইস্ট ব্যাংক, কারওরান বাজার শাখা; সোস্যাল ইসলামী ব্যাংক, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা; উত্তরা ব্যাংক, চকবাজার শাখা; সোনালী ব্যাংক, রমনা কর্পোরেট শাখা; ঢাকা ব্যাংক, উত্তরা শাখা; আইএফআইসি ব্যাংক, গুলশান; ন্যাশনাল ব্যাংক, মহাখালী শাখা; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মোহাম্মদপুর শাখা; জনতা ব্যাংক, রাজারবাগ শাখা; পূবালী ব্যাংক, সদরঘাট শাখা; সাউথইস্ট ব্যাংক, কাকরাইল শাখা; ওয়ান ব্যাংক, বাসাবো শাখা; ব্র্যাক ব্যাংক, শ্যামলী শাখা; ডাচ্-বাংলা ব্যাংক, এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা দক্ষিণখান; দি প্রিমিয়ার ব্যাংক, বনানী শাখা; ব্যাংক এশিয়া, ধানমন্ডি শাখা; দি সিটি ব্যাংক, বেগম রোকেয়া সরণী শাখা; আল-আরাফাহ ইসলামী ব্যাংক, নন্দীপাড়া শাখা; প্রাইম ব্যাংক, এলিফ্যান্ট রোড শাখা; নারায়ণগঞ্জের মার্কেন্টাইল ব্যাংক; এক্সিম ব্যাংক, শিমরাইল শাখা; গাজীপুরের ইসলামী ব্যাংক বাংলাদেশ; ইউসিবিএল, গাজীপুর চৌরাস্তা শাখা; উত্তরা ব্যাংক; সাভার শাখা ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক সাভার শাখা এবং কেরানীগঞ্জের ট্রাস্ট ব্যাংক শাখা।

বিজ্ঞাপন

ঈদ ঈদুল আজহা নতুন টাকা নতুন নোট বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর