Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি প্রিজনস পার্থ গোপালের বিরুদ্ধে দুদকের মামলা


২৯ জুলাই ২০১৯ ১৭:৫৮

ঢাকা: সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সালাহউদ্দিন আহমেদ বাদী হয়ে মামলা করেন। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্থের বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৫। তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৬১, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও মানিলন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে।

এদিকে বেলা ১২টায় পার্থ গোপাল বণিককে আরও জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে আনা হয়। এরপর তাকে আদালতে নেওয়া হয়।

অপরদিকে আটকের সময় ডিআইজি পার্থ দাবি করেন, ৮০ লাখ টাকা তার বৈধ আয় থেকে অর্জিত। এর মধ্যে ৩০ লাখ টাকা শাশুড়ি দিয়েছেন। বাকি ৫০ লাখ টাকা জমানো অর্থ।

অন্যদিকে অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের পরিচালক মুহাম্মদ ইউছুফ বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক ও সিলেটের বর্তমান ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিকের বাসা থেকে উদ্ধার হওয়া ৮০ লাখ টাকার বৈধ উৎস পাওয়া যায়নি। পার্থ গোপালের আরেক কর্মস্থল চট্টগ্রাম কারাগারের দুর্নীতির বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধান পর্যায়ে তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালানো হয়। এছাড়া তার ঘোষিত আয়কর ফাইলে এ টাকার ঘোষণা নেই। তাই আমাদের মনে হয়েছে, এই টাকা অবৈধ আয় থেকে অর্জিত।

সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপালের বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় তাকে সোমবার (২৯ জুলাই) আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বিকেল সোয়া চারটায় ডিআইজি পার্থকে আদালত প্রাঙ্গণে আনে পুলিশ। তাকে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কেএম ইমরুল কায়েশের আদালত হাজির করার কথা রয়েছে।

এর আগে রোববার (২৮ জুলাই) সকাল থেকে পার্থ গোপালকে জিজ্ঞাসাবাদের পর বিকেলে তার গ্রিন রোডের বাসায় অভিযান চালানো হয়। দুদকের পরিচালক মুহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি দল পার্থ গোপালের বাসায় অভিযান চালায়। অভিযানে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, পার্থ গোপাল এর আগে চট্টগ্রামে কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

জামিন নাকচ, ডিআইজি প্রিজনস পার্থ কারাগারে
আদালতে সিলেটের ডিআইজি প্রিজনস পার্থ

 

৮০ লাখ টাকা ডিআইজি পার্থ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর