Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি, পপুলারকে ৫০ হাজার টাকা জরিমানা


২৯ জুলাই ২০১৯ ১৬:৫৪ | আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১৯:১৩

ঢাকা: সরকার নির্ধ‌া‌রিত দামের চেয়ে ডেঙ্গু টেস্ট ফি বে‌শি রাখায় রাজধানীর পপুলার‌ ডায়াগনস্টিককে ৫০ হাজার টাকা জ‌রিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৯ জুলাই) বিকেল ৩ টার দিকে অভিযান চা‌লি‌য়ে এ জ‌রিমানা করা হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মঞ্জুর শাহরিয়ার।

তিনি বলেন, ডেঙ্গু টেস্টে সরকার সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। গতকাল  বিকেল থেকে কার্যকর করা হয়েছে। কিন্তু পপুলার হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার এনএসওয়ান এর জন্য এক হাজার দুইশত টাকা লেখা হয়েছে। সেখানে নিচের দিকে ৭০০ টাকা লেস দেখিয়ে রোগীর কাছে ৫০০ টাকা নেওয়া হচ্ছে। এটি কাস্টমারের সাথে প্রতারনার শামিল। সরকার যেখানে ৫০০ নিতে বলেছে, সেখানে ৫০০ টাকাই উল্লেখ করতে হবে। আর সেটা বড় করে সামনের দরজায় বা অ্যাকাউন্টস সেকশনের সামনে টানাতে হবে। অথচ সেটা করা হয়নি।  একারণে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে সোমবার (২৯ জুলাই) একই সাথে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে অভিযান চালানো হয়।

এরমধ্যে পান্থপথের  বিআরবি হাসপাতাল, তেজগাঁওয়ে শমরিতা হাসপাতাল, কলাবাগানে আনোয়ার খান মর্ডান হাসপাতাল, ধানমন্ডিতে ল্যাব এ্যাইড, ইবনে সিনা ও পপুলার হাসপাতাল এবং পান্থপথে স্কয়ার হাসপাতালে অভিযান চালানো হয়।

এছাড়া আগামীকাল সকালে ভোক্তা অধিকার অফিসে ডাকা হয়েছে, ইবনে সিনা হাসপাতাল ও  ল্যাব এইড হাসপাতালকে। সেখানে তাদের বিরুদ্ধে পাওয়া অভিযোগের  শুনানি হবে। শুনানি শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাকী হাসপাতালগুলোতে সরকার নির্ধারিত ফি নিতে দেখা গেছে। তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 

ডেঙ্গু টেস্ট পপুলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর