মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ২২ সদস্য আটক
২৯ জুলাই ২০১৯ ১৬:১৬ | আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১৬:১৭
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে ‘লাড়া দে’ ও ‘লেভেল হাই’ নামে দুই কিশোর গ্যাংয়ের ২২ সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে আটজন পুলিশের তালিকাভুক্ত আসামি।
সোমবার (২৯ জুলাই) সকালে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান। রোববার (২৮ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ২২ জনের মধ্যে পুলিশের তালিকাভুক্ত আটজনের নাম পাওয়া গেছে। আটজন হলো- জিসান, হৃদয়, শাকিল, অভিক, ডি কে সানি, নাঈম, মানিক ও মীম।
তেঁজগাও জোনের পুলির উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান বলেন, ‘মোহাম্মদপুর এলাকায় ‘লাড়া দে’ ও ‘লেভেল হাই’ নামে দুটি কিশোর গ্যাং আইন বিরোধি নানা কাজ করে আসছিল। এদের কারও কারও বিরুদ্ধে মাদক বিক্রি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে তাদের আটক হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।