কাশ্মীরে হাসপাতালে গুলি করে কারাবন্দী ছিনতাই
৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৮ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪২
সারাবাংলা ডেস্ক
জম্বু ও কাশ্মীরের শ্রীনগরে এক হাসপাতালে গুলি চালিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানী এক কারাবন্দীকে। এ ঘটনায় একজন পুলিশ নিহত হয়েছে।
আজ (মঙ্গলবার) নগরের শ্রী মহারাজা হরি সিং হসপিটালে এই বন্দি ছিনতাইয়ের ঘটনা ঘটে। একজন অজ্ঞাতনামা বন্দুকধারী হাসপাতালে পুলিশের উপর গুলি চালায়। এ সময় পুলিশ এক পাকিস্তানী কারাবন্দীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে এসেছিল।
পলাতক আসামীর নাম নাভিদ। পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নাভীদ একজন পাকিস্তানী জঙ্গি। হাসপাতালে নিয়ে আসার পরে নাভিদ নিজেই পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে গুলি চালায়। এতে একজন পুলিশ সদস্য নিহত এবং অপরজন আহত হন।
পুলিশের ধারণা, হাসপাতালে নাভিদকে সাহায্য করতে আগেই কেউ ছিল। ফলে সে সহজে পালিয়ে যায়। তবে নাভিদ হাসপাতাল থেকে পালিয়ে বাইরে কোথাও গিয়েছে নাকি হাসপাতালেই রয়েছে এই বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। হাসপাতাল অবরোধ করে রাখা হয়েছে। যেন কেউ এখান থেকে বের হতে না পারে।
হাসপাতালে এ গলাগুলির ঘটনায় সেখানে থাকা সাধারণ রোগী এবং হাসপাতাল কর্মীরা আতংকিত হয়ে আছে।
সারাবাংলা/এমএ