Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা


২৯ জুলাই ২০১৯ ১৫:২৪

চাঁদপুর: চাঁদপুরে ঘরে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃতের নাম জাহেদা আক্তার মিশু (২০)। ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার (২৯ জুলাই) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের চরমগুয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত জাহেদা আক্তার মিশু চরমগুয়া গ্রামের মৃত সেলিম মিজির মেয়ে।

ফরিদ্গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব (ওসি) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সারাবাংলাকে জানান, মিশুর মা সালেহা বেগম তার ছোট দুই ভাইকে মক্তবে দিয়ে আসতে যায়। এ সময় মিশু ঘরে একা ছিল। ওই মুহুর্তে একই গ্রামের বাশার খানের ছেলে সুজন খানসহ আরও কয়েকজন অতর্কিতভাবে মিশুর উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় মিশুকে। পরে পরিবারের সদস্যরা মিশুকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব (ওসি) জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে একজনকে আটক করেছি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কি কারণে মিশুর উপর হামলা করা হল, সেটা এখনও জানা যায়নি। আমরা এ ব্যাপারে কঠোর তদন্ত করছি।

কুপিয়ে হত্যা গৃহবধূ চাঁদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর