৫ লাখ টাকা সঞ্চয়পত্র থাকলেই ৫% উৎসে কর: অর্থমন্ত্রী
২৯ জুলাই ২০১৯ ১৪:৪৬ | আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১৫:২০
ঢাকা: পারিবারিক সঞ্চয়পত্রে ৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে। ৫ লাখের উপরে যাদের সঞ্চয়পত্র থাকবে তারা ১০ শতাংশ হারে উৎসে কর দেবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থাৎ ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র রাখলেই ৫ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। ১ জুলাই থেকে এটি কার্যকর হয়েছে বলেও জানান মন্ত্রী।
সোমবার (২৯ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
সঞ্চয়পত্র মিসইউজ হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠির জন্য এই ব্যবস্থা করা হলেও এটি এখন ধনীদের হাতে চলে গেছে বলেও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী বলেন, ‘আমরা সঞ্চয়পত্রের একটা স্বচ্ছতা দাঁড় করাতে চাই। আমরা একটা ডাটাবেজ করব। কারণ, একেকজনের একাধিক অ্যাকাউন্ট আছে। ডাটাবেজ করলে একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে সঞ্চয়পত্র কেনার বিষয়টি চিহ্নিত করা যাবে।’
মন্ত্রী আরো জানান, এ বছর থেকে রেমিট্যান্স বাড়ানোর জন্য ২ শতাংশ প্রণোদনা সংযুক্ত করা হচ্ছে। যারা জুলাই মাসে টাকা পাঠাবেন তারাও এ প্রণোদনা পাবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সঞ্চয়পত্রের আদলে পৃথক বন্ড মার্কেটে বিনিয়োগ চালুর চিন্তা করা হচ্ছে। এ লক্ষ্যে কাজ চলছে। এটি হলে অর্থ বিনিয়োগের ঝামেলা কমবে।’