১০ দিনে রমেক হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু রোগী
২৯ জুলাই ২০১৯ ১৪:০৩
রংপুর: গত ১০ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৫ জন রোগী রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৭ জন নারী, ৫ জন পুরুষ ও তিন শিশু রয়েছে।
সোমবার (২৯ জুলাই) হাসপাতাল ঘুরে দেখা গেছে, মেডিসিন বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, রংপুরে আক্রান্ত হয়েছেন চারজন। বাকিরা ঢাকায় আক্রান্ত হয়ে বাড়িতে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার দেবেন্দ্র নাথ সরকার বলেন, আমাদের এখনে শয্যা সংকট রয়েছে। ডেঙ্গু রোগীদের জন্য আমরা একটি ওয়ার্ড আলাদা করে দিয়েছি। যারা ভর্তি আছেন তাদের কারো অবস্থাই আশঙ্কাজনক না। দু-একজন এসেছিলেন তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সময় মতো চিকিৎসা নিতে ডেঙ্গু জ্বরে ভয়ের কিছু নেই।