আমরা চাই দেশেই নিরাপদ দুধ উৎপাদিত হোক: হাইকোর্ট
২৯ জুলাই ২০১৯ ১৪:০২ | আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১৪:০৫
ঢাকা: দেশেই নিরাপদ দুধ উৎপাদন হোক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেন, ‘দেশের দুগ্ধজাত কোম্পানিগুলো বন্ধ হয়ে যাক এটা আমরা চাইনা। বিদেশি কোম্পানি এখানে গেঁড়ে বসুক সেটাও আমরা চাই না। আমরা চাই দেশেই নিরাপদ দুধ উৎপাদিত হোক।’
সোমবার (২৯ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
দুধ উৎপাদন ও বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ
এ সময় আদালত বলেন, পাউডার দুধে কোনো ক্ষতিকর উপাদান আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। দুধে ভেজাল, গোখাদ্যসহ সমস্ত বিষয়ে বিশেষজ্ঞদের মতামত চাওয়ার জন্য ২০ অক্টোবর আদেশ দেবেন হাইকোর্ট।