প্রধানমন্ত্রীর নির্দেশ, পরিচ্ছন্নতা অভিযানে নামছে আওয়ামী লীগ
২৯ জুলাই ২০১৯ ১৩:৪০ | আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১৬:৫৯
ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা শুধু সরকারি দায়িত্ব পালনে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা সারাদেশে জনসচেতনায় তিনদিনের পরিচ্ছন্নতা অভিযান চালাব।
ওবায়দুল কাদের বলেন, চোখের চিকিৎসায় বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় এই কর্মসূচী পালন করা হবে। তিনি আজ লন্ডন থেকে মুঠোফোনে আমাদের সাথে ২৫ মিনিট কথা বলেছেন এবং এসব বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
সোমবার (২৯ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু প্রতিরোধে আগামী ৩১ জুলাই সকাল এগারটা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী অভিযান পরিচালিত হবে। এরপর ২ ও ৩ আগস্ট সারাদেশে জেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান অভিযান পরিচালনা করা হবে। এসব কর্মসূচিতে সর্তকতা ও সচেতনতা মূলক লিফলেটও বিতরণ করা হবে।
তিনি বলেন, ন্যা, ডেঙ্গু এবং উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে আজকে আমাদের সম্পাদকমন্ডলীর সভায় আলোচনা করেছি।
প্রধাননমন্ত্রী দেশের বাইরে অবস্থান করলেও সার্বক্ষণিকভভাবে দুই সিটির মেয়র, স্বাস্থ্যমন্ত্রীসসহ সংশ্লিষ্ট সকলের সাথে টেলিফোনে কথা বলছেন, খোঁজখবর রাখছেন বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি
সংবাদ সম্মেলনে অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন।