Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাইরে ৬১১ জন ডেঙ্গু রোগী


২৯ জুলাই ২০১৯ ১৩:০৪ | আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১৪:৫৪

ঢাকা: ঢাকার বাইরে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ৬১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (২৯ জুলাই) সকাল ১০টায় মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা শহরের বাহিরে) ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৯ জন, খুলনা বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন, বরিশাল বিভাগে ৩৫ জন ও সিলেট বিভাগে ১৩ জন আক্রান্ত রোগী পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের এই হার উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তহমিনা। তিনি বলেন, ‘আজ ঢাকার বাইরে ডেঙ্গু পরীক্ষার কিট পাঠানো হবে। সেই সঙ্গে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে শাহজালাল বিমানবন্দর, বেনাপোল ও চট্টগ্রামেও। ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, রোববার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু পরীক্ষার জন্য বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোর জন্য যে মূল্য নির্ধারণ করেছে তা মানা হচ্ছে কি না সেই বিষয়ে তদারকির জন্য ১০টি মনিটরিং সেল কাজ করছে।

রোববার রাজধানীর সব প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীর অনুপাতে ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় জনবল বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ মূল্যও নির্ধারণ করা হয়েছে। ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

টপ নিউজ ডেঙ্গু রোগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর