Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে বিলের পানিতে তলিয়ে যাওয়ার ২দিন পর শিক্ষকের লাশ উদ্ধার


২৯ জুলাই ২০১৯ ১১:১০

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে বেড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে পানিতে তলিয়ে যাওয়ার দুইদিন পর রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মোখলেছুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সকালে ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মহিশমারি এলাকা থেকে শিক্ষক মোখলেছুরের লাশ উদ্ধার করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান সারাবাংলাকে জানান, শনিবার রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাইন্যান্স বিভাগের শিক্ষকরা নাটোরের নলডাঙ্গার হালতি বিলে নৌকা ভ্রমণে যায়। এক পর্যায়ে বিলের খোলাবাড়িয়া এলাকায় হঠাৎ প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে যায় প্রাপ্তি সাহা নামের এক শিক্ষিকা। এ সময় তাকে বাঁচাতে পানিতে লাফ দেন শিক্ষক মোখলেছুর রহমান ও নৌকার মাঝি সোহাগ হোসেন। মাঝি সোহাগ হোসেন প্রাপ্তি সাহাকে উদ্ধার করতে পারলেও বিলের পানির নিচে তলিয়ে যায় শিক্ষক মোখলেছুর রহমান। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে শিক্ষককে উদ্ধারের জন্য অভিযানে নামে। কিন্তু টানা দুইদিন তীব্র স্রোতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। সোমবার সকালে ডুবুরি দলের সাথে স্থানীয়রাও উদ্ধার অভিযানে নামে। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মহিশমারি এলাকায় শিক্ষক মোখলেছুরের লাশ ভাসতে দেখা যায়। পরে ডুবুরি দলকে খবর দিলে তারা গিয়ে লাশটি উদ্ধার করে।

দুইদিন পর নাটোর বিল থেকে শিক্ষকের লাশ উদ্ধার হাতিল বিল

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর