Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে মার্কেটে অগ্নিকান্ডে ৩০টি দোকান পুড়ে ছাই


২৯ জুলাই ২০১৯ ০৯:০১

নোয়াখালী: নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী রেলষ্টেশনের পূর্ব-দক্ষিণ পাশে ভয়াবহ আগুনে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার সময় এ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে নোয়াখালী ফায়ার সার্ভিস।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার  হুমায়ুন কার্নায়েল সারাবাংলাকে জানান, রাত দেড়টার সময় চৌমুহনী রেলস্টেশনের পূর্ব-দক্ষিণ পাশের মার্কেটগুলোতে আগুন লাগে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও ফেনী থেকে মোট সাতটি  ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আসে। সবগুলো ইউনিট প্রায় দেড় থেকে দুই ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

৩০টি দোকান পুড়ে ছাই আগুন নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর