Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিনের সফরে ঢাকা আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী


২৯ জুলাই ২০১৯ ০৮:৪২ | আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১০:২৫

ঢাকা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে আবারো বাংলাদেশের ভোট চায় জাপান। এর বিপরীতে বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যূতে জাপানের কাছে সরব সমর্থন চায় বাংলাদেশ। এসব বিষয়ে আলোচনা করতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো সোমবার (২৯ জুলাই) বাংলাদেশ সফরে আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সারাবাংলাকে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের আমন্ত্রণে ৩ দিনের সফরে সোমবার (২৯ জুলাই) ঢাকা আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। এই সফরে কক্সবাজারের একাধিক শিবিরে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলাপ করবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

ঢাকা-টোকিও কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈশ্বিক নিরাপত্তা, প্রগতি এবং স্থিতিশীলতার জন্য জাতিসংঘের আরো বড় ভূমিকা পালন করা প্রয়োজন। এজন্য এই সংস্থাটির সংস্কার জরুরী বলে দুই দেশের শীর্ষ প্রধানরা একমত হয়েছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে এই বিষয়টি নিয়েও আলাপ হবে।

টোকিও’র কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২০২৩-২০২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের ভোটে জাপানের অংশ নেওয়ার ঘোষণা অনেক আগেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। জাপান চাচ্ছে, গত ২০১৬-২০১৭ মেয়াদের মতো এবারো বাংলাদেশ এই পদে জাপানকে ভোট দিক। সেবার বাংলাদেশ ওই পদে প্রার্থী হলেও পরবর্তী সময়ে জাপানকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, তারো কোনোর সফরে অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দেবে ঢাকা। জাপানের কাছে আরো বিনিয়োগ এবং বৈশ্বিক ইস্যূতে সমর্থন চাইবে বাংলাদেশ। বিশেষ করে রোহিঙ্গা ইস্যূতে ঢাকার পক্ষে টোকিও’র সরব সমর্থন চাওয়া হবে।

বিজ্ঞাপন

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা কোনো