পদত্যাগ করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান
২৯ জুলাই ২০১৯ ০৬:৪১
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ড্যান কোয়াটস পদত্যাগ করেছেন। এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ পদাসীন আরও একজন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বিদায় জানালেন। খবর বিবিসির।
সোমবার (২৯ জুলাই) এক টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মধ্য আগস্টে কোয়াটসের স্থলে অভিষিক্ত হবেন টেক্সাসের কংগ্রেসম্যান জন র্যাটক্লিফ।
রাশিয়া এবং উত্তর কোরিয়ার ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ড্যান কোয়াটসের সম্পর্কে টানাপোড়েন চলছিল। গত জানুয়ারিতে ইরানের হুমকির ব্যাপারে ট্রাম্প তার গোয়েন্দা বিভাগের প্রধানের প্রতিবেদনকে অকাজের এবং নিতান্তই সাদাসিধে বলে উল্লেখ করেছিলেন।
এর বছর খানেক আগে ফিনল্যান্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের কথা শুনে গণমাধ্যমের সামনেই হেসে ফেলেছিলেন গোয়েন্দা প্রধান ড্যান কোয়াটস।
পরে অবশ্য তিনি এ ঘটনায় ক্ষমা চেয়ে বলেছিলেন, আমার অভিব্যক্তির মানে এই নয় যে আমি প্রেসিডেন্টকে অসম্মান বা তার সমালোচনা করেছি।
ইরান উত্তর কোরিয়া টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প ড্যান কোয়াটস ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র রাশিয়া