Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বস্ত্র প্রকৌশলীদের আত্মকর্মসংস্থানে আগ্রহী হতে হবে’


২৮ জুলাই ২০১৯ ২১:২০

ঢাকা: টেক্সটাইল বা বস্ত্র খাতের উন্নয়নে বস্ত্র প্রকৌশলীদের আত্মকর্মসংস্থানে আরও বেশি আগ্রহী হতে হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

তিনি বলেন, বস্ত্র প্রকৌশলীরা কেন চাকরি করবে? আপনাদের (বস্ত্র প্রকৌশলী) আত্মকর্মসংস্থানে আরও বেশি আগ্রহী হতে হবে। নিজেদের খাতকে শক্তিশালী করতে নিজেদের উদ্যোগের কোনো বিকল্প নেই।

রোববার (২৮ জুলাই) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) বস্ত্রকৌশল বিভাগের উদ্যোগে বাংলাদেশে বস্ত্রকৌশলের গুরুত্ব শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিসিএস মর্যাদা দিতে জনমত তৈরি করতে হবে। জনমত তৈরি করা ছাড়া কোনো সুপারিশ করলে সেটা কাজে আসবে না।

মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এগিয়ে আসতে হবে। ব্যবসা খাতে টেক্সটাইলের গুরুত্ব অনেক। বিজেএমসি লোকসানে আছে, তাই নতুন করে কোনো মিল চালু করা হবে না। আমরা সরকারি মিলগুলোকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে উন্নত করতে চাই। সেজন্য এরই মধ্যে দুইটি কারখানা বেসরকারি খাতে দেওয়া হয়েছে। সামনে আরও কারখানাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। এ খাতে যারা আগ্রহী, তাদের আমরা সুবিধা দিতে চাই।

গোলাম দস্তগীর গাজী আরও বলেন, আমরা সারাবিশ্বে এখন তৈরি পোশাক খাতে দ্বিতীয় অবস্থানে আছি। আমরা সামনে আরও এগিয়ে যেতে চাই। অন্যদিকে, পাট শিল্পের উন্নয়নের জন্যও একটি রিসার্চ সেন্টার করা হবে। সেজন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আর রিসার্চ সেন্টার হলে পাটশিল্পের আরও উন্নয়ন হবে।

বিজ্ঞাপন

সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইইবি সভাপতি প্রকৌশলী মো আবদুস সবুর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বস্ত্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. মো. মাহাবুবুল হক, আইইবি সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী আবুল কাশেমসহ অন্যরা।

গোলাম দস্তগীর গাজী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বস্ত্র প্রকৌশলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর