Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ডেঙ্গুতে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু


২৮ জুলাই ২০১৯ ২১:৩২ | আপডেট: ২৮ জুলাই ২০১৯ ২১:৩৩

ঢাকা: রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে জারিফা জাহান (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। ঢাকা শিশু হাসপাতালে গত পাঁচ দিন ধরে সে আইসিইউতে ভর্তি ছিল। রোববার (২৮ জুলাই) সকাল নয়টার দিকে তার মৃত্যু হয়।

জারিফার বাবার নাম জলিল আহমেদ এবং মা রেহানা আক্তার। তারা রাজধানীর আজিমপুরে থাকতেন। জারিফা আজিমপুর লিটল অ্যাঞ্জেল স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।

কান্নাজড়িত কণ্ঠে জারিফার মামা সুমন বলেন, ‘গত বুধবার (২৪ জুলাই) জারিফাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। আজ সকাল নয়টার দিকে সে মারা যায়।’

ঢাকা শিশু হাসপাতালের মহামারী বিশেষজ্ঞ ডা. কিংকর ঘোষ সারাবাংলাকে বলেন, ‘একটি শিশুও যাতে ডেঙ্গু রোগে মারা না যায় সেজন্য চিকিৎসক, নার্সসহ সকলে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে চিকিৎসা ব্যয় ও সময় সাশ্রয়ী করা হয়েছে। এরপরেও ক্রিটিক্যাল রোগী মারা যেতে পারে। এ ব্যাপারে চিকিৎসকদের করার কিছুই থাকে না।’

জারিফার মৃত্যুর ব্যাপারে তিনি ক্রিটিক্যাল নেফ্রলোজি বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেন।

জানতে চাইলে ঢাকা শিশু হাসপাতালের ক্রিটিক্যাল নেফ্রলোজি বিভাগের অধ্যাপক ডা. শিরিন আফরোজ সারাবাংলাকে বলেন, ‘জারিফাকে গত ২৪ জুলাই শিশু হাসপাতালে ভর্তি হয়। ভর্তির পরপরই তাকে আইসিইউতে নিতে হয়। অনেক দিন জ্বর থাকায় ইফেক্টটা কিডনিতে চলে গিয়েছিল। একইসঙ্গে জারিফার ডেঙ্গুর পাশাপাশি কিডনিরও চিকিৎসা করতে হয়। খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল জারিফা। আজ সকালে তার মৃত্যু হয়।’

টপ নিউজ ডেঙ্গু তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর