Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ আগস্ট পর্যন্ত ট্রেনের টিকিট শেষ


২৮ জুলাই ২০১৯ ২১:০০

ফাইল ছবি

ঢাকা: এবারের ঈদুল আযহার অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ২৯ জুলাই। এদিন ৭ আগস্টের টিকিট দেওয়া হবে। এভাবেই ধারাবাহিকভাবে চলবে পরবর্তী দিনগুলোর জন্য অগ্রিম টিকিট বিক্রি। কিন্তু তার আগেই ৬ আগস্ট পর্যন্ত ট্রেনের সব টিকিট শেষ হয়ে গেছে।

রোববার (২৮ জুলাই) বেলা তিনটার দিকে সকল আন্তঃনগর ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে বলে কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে।

বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী সারাবাংলাকে বলেন, ‘৭ আগস্ট থেকে শুরু হবে ঈদযাত্রা। আর টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল (২৯ জুলাই)। টানা পাঁচদিন টিকিট দেওয়া হবে ঈদের আগের পাঁচদিনের জন্য।’

তিনি আরও বলেন, ‘যেহেতু ঈদযাত্রার টিকিট কাটতে কষ্ট হয়, তাই ৭ আগস্টের আগেই অনেকে গ্রামে যেতে চান। তাই সবাই টিকিট কাটতে এসেছেন। ফলে ২৮ জুলাইয়ের মধ্যেই ৬ আগস্ট পর্যন্ত টিকিট শেষ। তবে এবার একটি টিকিটও চোরাইপথে, ব্ল্যাকে বা অন্য পথে যায়নি। সব টিকিট সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে বা অনলাইনে কেটেছে।’

সিতাংশু চক্রবর্তী বলেন, ‘গাইবান্ধার ত্রিমোহনী-বাদিয়াখালীতে রেললাইন ভেঙ্গে যাওয়ায় ওই রুটে চলাচলকারী লালমনি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-সান্তাহার-কাউনিয়া-লালমনিরহাট ও রংপুরের পরিবর্তে ঢাকা-সান্তাহার-পার্বতীপুর-রংপুর ও লালমনিরহাট যাচ্ছে। গাইবান্ধায় রেললাইন মেরামত হয়ে গেলে ট্রেনগুলো আবার ওই রুটে চলাচল করবে।’

কমলাপুর রেল স্টেশনে উপস্থিত লালমনি এক্সপ্রেসের যাত্রী জুবায়ের বিন সাত্তার জানান, ৩ আগস্ট তিনি কাউনিয়া যাবেন। সেজন্য টিকিট কাটতে এসেছেন। দুই ঘণ্টার মত লাইনে দাঁড়িয়েও টিকেট পাননি। শেষে জানতে পারেন সিট নাই। আগে পরে টিকেট চাইলেও তা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রংপুর এক্সপ্রেসের ৫ আগস্টের টিকেট কাটতে এসেছিলেন তাইয়েবা তাবাসসুম সিমকি। তিনি টিকেট না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। তিনি বলেন, ‘ভাবছিলাম ঈদের আগে শিডিউলের টিকিট পাব না। তাই শিডিউলের আগে টিকিট কেটে বাড়িতে যেতে চেয়েছিলাম। কিন্তু সে টিকেটও শেষ হয়ে গেছে। কি আর করা। বাসে বা অন্য কোনো উপায়ে যেতে হবে এখন।’

রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেসের টিকিট নিতে লাইনে দাঁড়িয়েছিলেন শাহজাদ আসলাম। টিকেট না পেয়ে তিনি বলেন, ‘আরেকটু আগে আসলে হয়ত টিকিট পেতাম। বাধ্য হয়ে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের টিকিট নিয়েছি। সেটিরও টিকিট হয়তো শেষ।’

ঈদযাত্রা কমলাপুর স্টেশন টপ নিউজ ট্রেনের টিকিট

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর