Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এডিপির ৯৫.৪৭ শতাংশ বাস্তবায়ন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়


২৮ জুলাই ২০১৯ ২০:২৩

ঢাকা: গত ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯৫ দশমিক ৪৭ শতাংশ বাস্তবায়ন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ওই বছর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশোধিত এডিপিভুক্ত মোট ৩০টি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৭৪২ কোটি টাকা।

রোববার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এডিপি বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব রীনা পারভীন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ বছরের জুন মাস পর্যন্ত মোট বরাদ্দের শতভাগ টাকা অবমুক্ত করা হয়েছে। একই সময়ে ৭০৮ কোটি ৩৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যমানের কাজ করা হয়েছে। বরাদ্দের বিপরীতে আর্থিক অগ্রগতির হার ৯৫ দশমিক ৪৭ শতাংশ।

এডিপিভুক্ত মোট ৩০টি প্রকল্পের মধ্যে বস্ত্র অধিদফতর ১৬টি, বাংলাদেশ তাঁত বোর্ড ৬টি, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ২টি, পাট অধিদফতর ১টি, বিজেএমসি ৩টি, বিএসআরটিআই ১টি প্রকল্প বাস্তবায়ন করছে, জানান রীনা পারভীন।

সভায় সচিব নতুন অর্থবছরের প্রথম থেকেই প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশ দেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।

এডিপি বস্ত্র ও পাট মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর