Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুকে আমরা সিরিয়াসলি নিয়েছি: ওবায়দুল কাদের


২৮ জুলাই ২০১৯ ২০:২৬

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গুকে আমরা সহজভাবে নিচ্ছি না, সিরিয়াসলি নিয়েছি।

রোববার (২৮জুলাই) রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে প্রতিনিধিদের মাধ্যমে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

এ সময় ওবায়দুল কাদের বলেন, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর মোকাবিলায় প্রতিরোধ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর ওষুধ ছিটাতে ঢাকার দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

বন্যার্তদের মাঝে ত্রাণ বিরতরণ নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যেকোনো ধরনের দুর্যোগের সময় মানুষের পাশে থাকে। এ দল কখনও ত্রাণ নিয়ে রাজনীতি করে না। দেশের ১৮টি জেলায় বন্যায় লোকজন বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। বিএনপির নেতারা ত্রাণ বিতরণের নামে লোক দেখানো ফটোসেশন করে আর গুজব ছড়ায়।’

আওয়ামী লীগ শুধু বন্যার সময় দুর্গত মানুষের মধ্যে ত্রাণই বিতরণ করবে না, তাদের পুনর্বাসন পর্যন্তও পাশে থাকবে বলে জানান তিনি।

ডেঙ্গু নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গু বিষয়ে আমরা সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছি। আমাদের নেত্রী বলেছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। আমরা সচেতনতা ও সতর্কতামূলক সভা-সমাবেশ করব। জনগণকে উদ্বুদ্ধ করব।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি বন্যা দুর্গতদের সর্বাত্মক সহযোগিতা করাও চ্যালেঞ্জ। এদুটি চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে, আমাদের ছয়টি ত্রাণ টিম প্রথম দিন থেকে সর্বাত্মকভাবে কাজ করছে।’

বিজ্ঞাপন

উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের মদতদাতাদের শাস্তির বিষয়ে কাদের বলেন, তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। তবে যাচাই-বাছাইয়ের জন্য কিছুটা সময় নেওয়া হচ্ছে।’

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে বন্যা কবলিত জেলার জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় দশ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের ইসলামপুর, কুড়িগ্রামের রাজীবপুর ও সিরাজগঞ্জ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞাণ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, মহিলাবিষয়ক সম্পাদক এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মির্জা আজম ও আনোয়ার হোসেনসহ ত্রাণ উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের ডেঙ্গু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর