Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামির মৃত্যু


২৮ জুলাই ২০১৯ ১৯:০১ | আপডেট: ২৮ জুলাই ২০১৯ ১৯:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. জাকের (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান জানিয়েছেন, জাকের বাঁশখালীর কুখ্যাত ডাকাতচক্র ‘জাকের গ্রুপের’ প্রধান। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

রোববার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছড়ারকূল পাহাড়ে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মেহেদী হাসান সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা পূর্ব চাম্বলের ছড়ারকূল গ্রামে জাকের ডাকাতের আস্তানায় অভিযান চালাতে যাই। র‌্যাব সদস্যদের দেখে জাকের ও তার সহযোগীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পাহাড়ের দিকে পালিয়ে যেতে থাকে। আমরাও পাল্টা গুলি চালাই। প্রায় আধাঘণ্টা গোলাগুলির পর জাকেরের সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আমরা জাকেরের মৃতদেহ উদ্ধার করেছি।’

ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও রিভলবারসহ ১১টি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘জাকেরের বিরুদ্ধে শুধু বাঁশখালী থানায় ২৪টি ডাকাতির মামলা আছে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালী থানার একজন এসআই তার বিরুদ্ধে জিডি করেছেন। বাহিনী তৈরি করে জাকের বাঁশখালী ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।’

টপ নিউজ ডাকাত বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর