চবির ভর্তি পরীক্ষা শুরু ২৬ অক্টোবর
২৮ জুলাই ২০১৯ ১৮:৩৬ | আপডেট: ২৮ জুলাই ২০১৯ ১৮:৫৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৬ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
রোববার (২৮জুলাই) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ডিনদের নিয়ে উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতার। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আগামী ২৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি রেজিস্টার এস এম আকবর হোসাইন (একাডেমিক শাখা) বলেন, ‘ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় শুধু ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ হয়েছে। পরবর্তী সভায় বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।