Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবির ভর্তি পরীক্ষা শুরু ২৬ অক্টোবর


২৮ জুলাই ২০১৯ ১৮:৩৬ | আপডেট: ২৮ জুলাই ২০১৯ ১৮:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৬ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

রোববার (২৮জুলাই) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ডিনদের নিয়ে উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতার। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আগামী ২৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি রেজিস্টার এস এম আকবর হোসাইন (একাডেমিক শাখা) বলেন, ‘ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় শুধু ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ হয়েছে। পরবর্তী সভায় বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টপ নিউজ ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর