Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল তরুণের


২৮ জুলাই ২০১৯ ১৬:৫৬ | আপডেট: ২৮ জুলাই ২০১৯ ১৮:৫৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী শেখদি এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দের জের ধরে ছুরিকাঘাতে রিফাত হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে শেখদি এলাকায় সততা ফার্নিচার নামে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিফাত শনিরআখড়া স্বপন মৃধা রোডের একটি বাড়িতে থাকতেন। তার বাবা আয়নাল হক মাঝি। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার হুগলাকান্দি গ্রামে।

রিফাতের বন্ধু আব্দুর রহমান জানান, শেখদি এলাকার মহসিন ও রাকিব নিজেদের রিফাতদের চেয়ে সিনিয়র বলে দাবি করে আসছেন। এ নিয়ে এর আগেও রিফাতের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে তাদের। রোববার দুপুরেও বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাতকে ছুরিকাঘাত করে মহসিন পালিয়ে যান।

আব্দুর রহমান জানান, মূমুর্ষূ অবস্থায় অবস্থায় রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে রিফাতের পরিবার। তার ছোট ভাই মো. ইমন জানান, তাদের বাসা শনিড়আখড়া স্বপন মৃধা রোডে। চার ভাই এক বোনের মধ্যে রিফাত ছিলেন তৃতীয়। তিনি কিছু করতেন না। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে কে বা কারা তার ভাইকে ছুরিকাঘাত করে বলে শুনছেন— জানান ইমন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান রিফাতের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, রিফাতের বুকের ডান দিকে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যুর খবর শুনেছি। হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ছুরিকাঘাত টপ নিউজ রিফাত সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর