আয়কর নথি নিয়ে দুদকে হাজির এস কে সিনহার ভাই
২৮ জুলাই ২০১৯ ১২:২৬
ঢাকা: দুর্নীতি দমন কমিশনে (দুদক) আয়কর নথি জমা দিতে হাজির হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা।
দুদকের জনসংযোগ বিভাগ সূত্র সারাবাংলাকে জানিয়েছে, দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন টেলিফোনে এস কে সিনহার ভাইকে দুদকে হাজির হওয়ার জন্য বলেন। যে কারণে তিনি একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে রোববার (২৮ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে দুদকে হাজির হন।
দুদক সূত্রে জানা গেছে, সিনহার বড় ভাইয়ের আয়কর নথিসহ যাবতীয় কাগজপত্র আনতে বলা হয়। সেগুলো নিয়ে তিনি এসেছেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই (বুধবার) ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
সারাবাংলা/এসজে/একে