ধলেশ্বরীতে নিখোঁজ ৩ ছাত্রের ২ জনের মৃতদেহ উদ্ধার
২৮ জুলাই ২০১৯ ১১:০৭ | আপডেট: ২৮ জুলাই ২০১৯ ১৪:৩৩
ঢাকা (সাভার): সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৩ ছাত্রের মধ্যে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন, আকাশ ও মেহেদী । তবে এখনো হদিস মেলেনি রাজনের।
ধলেশ্বরীতে গোসলে নেমে ৩ শিক্ষার্থী নিখোঁজ
রোববার (২৮ জুলাই) সকাল ১০ টা ৪৫ মিনিটে ঘটনাস্থল থেকে ২০০ ফুট দূরত্বে আকাশের লাশ খুঁজে পান ডুবুরিরা। পরে দুপুর ১টার দিকে উদ্ধার করা হয় মেহেদীর মৃতদেহ। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার একথা নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ওই তিন শিক্ষার্থী। গতকাল দুপুর থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।