Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক


২৮ জুলাই ২০১৯ ১২:২১

ঢাকা: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন পরিচালকসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা সাইফুল ইসলাম ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করছেন।

সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

প্রণব কুমার জানান, যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- বিমানের পরিচালক (প্রশাসন) পার্থ কুমার পন্ডিত, পরিচালক (ইঞ্জিনিয়াং অ্যান্ড মেটারিয়েল ম্যানেজমেন্ট) সাজ্জাদুর রহিম, পরিচালক (কাস্টম সার্ভিস) মুমিনুল ইসলাম ও জিএম (প্রশাসন) বুশরা ইসলাম।

এর আগে গত ২৩ জুলাই চিঠি দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারজনকে তলব করা হয়। একই ঘটনায় বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল মুনীম মুসাদ্দিক আহমেদসহ মোট ১০ জনকে তলব করে দুদক।

দুদকের জিজ্ঞাসাবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর