Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইল স্বেচ্ছাসেবক লীগের র‍্যালি


২৭ জুলাই ২০১৯ ২১:৫০ | আপডেট: ২৭ জুলাই ২০১৯ ২১:৫২

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা শাখার উদ্যোগে শনিবার (২৭ জুলাই) এক র‍্যালীর আয়োজন করা হয়। শনিবার সকাল ১১টায় নড়াইল জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে এ র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এরপর জেলার শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিতি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন। প্রধান অতিথির বক্তিতায় তিনি বলেন, নড়াইলকে শ্রেষ্ঠ বাসস্থান হিসেবে গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘হীরার টুকরা’ মাশরাফি বিন মর্তুজাকে সংসদ সদস্য প্রার্থী করেছিলেন। আপনারা বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছেন। আমি বিশ্বাস করি উনি সফল হবেন।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এ্যাড. তাপস পাল , নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিদ্দীক আহম্মেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. গোলাম নবী, পৌর মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বাস, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ কমিটির সদস্য সৌমেন বসু , কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাজালাল মুকুল, রাজীব মজুমদার রাজু, সৈয়দ সাব্বীর হোসেন, নুরুজ্জামান, আদনান সুমন ।

আলোচনা সভা পরিচালনা করেন ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ ।

 

স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর