Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মোটরসাইকেল চুরিতে জড়িত ৪ ‍যুবক আটক


২৭ জুলাই ২০১৯ ১৮:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চার যুবককে আটক করা হয়েছে। তারা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের হেফাজত থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধারের কথাও জানিয়েছে পাহাড়তলী থানা পুলিশ।

শুক্রবার (২৬ জুলাই) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান।

বিজ্ঞাপন

গ্রেফতার চারজন হল- রফিকুল ইসলাম রিপন (৩৬), সাহাব উদ্দিন সাবু (৩৮), রাসেল (২৩) ও জাহাঙ্গীর আলম শিমুল (২৮)।

ওসি মঈনুর রহমান সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার চারজন নগরীর বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে বিক্রি করে। তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও মোটরসাইকেল চুরির মামলা আছে।’

আটক চুরি মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর