Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআরবিসি ব্যাংক ম্যানেজারস মিট-২০১৯ অনুষ্ঠিত


২৭ জুলাই ২০১৯ ১৮:০৯ | আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১৮:১০

ঢাকা: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অর্ধ বার্ষিক ম্যানেজারস মিট-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ও পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক আবু মোহাম্মদ সাইদুর রহমান, পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান।

সম্মেলনে চলতি বছরের ব্যাংকের সার্বিক ব্যবসায়িক উন্নয়ন তথা আমানত সংগ্রহ, লক্ষ্যমাত্রা অনুযায়ী মুনাফা অর্জন, ঋণের গুণগত মান নিশ্চিতকরণ, নীতি পরিপালনসহ নানা ধরনের কৌশলগত পরিকল্পনা সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়। আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা ও মো. মুখতার হোসেন, ব্যাংকের সকল শাখার প্রধান ও প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

এনআরবিসি ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর