Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রী ভেবে এসআইকে প্রাইভেটকারে তুলে ছিনতাই, আটক ৪


২৭ জুলাই ২০১৯ ১৪:৫৬ | আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১৫:১২

ঢাকা: যাত্রী ভেবে ডিএমপির এক এসআইকে মাইক্রোবাসে তুলে মালামাল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছিনতাইকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, রড, লাঠি ও চাকু উদ্ধার করা হয়েছে। রাজধানীর মহাখালী আমতলী এলাকায় এই ঘটনা ঘটে।

শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

যুগ্ম কমিশনার বলেন, গত ১৭ জুলাই এসআই কে এম নুর ই আলম ছুটিতে নেত্রকোনায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে এলজি মডেলের এলইডি টেলিভিশন, একটি সিম্ফোনি এলসিক্স মডেলের মোবাইল ও অন্যান্য মালামাল ছিল। ওইদিন রাত দেড়টার দিকে একটি মাইক্রোবাস এসে মহাখালী আমতলীতে তার সামনে দাঁড়ায়। তিনশ টাকায় নেত্রকোনা যাবে বলে উভয়ের মধ্যে ঠিক হয়। নুর ই আলম গাড়িতে বসতেই দুই দিক থেকে আরও দুজন উঠে তার হাত, পা ও চোখ বেঁধে ফেলে। চলন্ত গাড়িতে তার মানিব্যাগ থেকে এটিএম কার্ড বের করে নেন। একটি বুথে ঢুকে কার্ড ঢুকিয়ে দেখেন সেখানে টাকা নেই। এরপর তাকে গাড়িতে প্রচন্ড মারধর করে ছিনতাই চক্রের সদস্যরা। পরে তাকে হাত পা বাধা অবস্থায় মালামাল কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেয় ছিনতাইকারীরা।

পরে নুর ই আলম অভিযোগ দিলে গোয়েন্দা পুলিশের পশ্চিমের একটি টিম শুক্রবার রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে।

ছিনতাইকারী চারজন হলো, বজলু আলমগীর, মাসুম বিল্লাহ, মুক্তার হোসেন ও মোহাম্মদ আলী। চারজনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড পেলে আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

ছিনতাইকারী টপ নিউজ যাত্রী ভেবে এসআইকে তুলল ছিনতাইকারীরা