ধলেশ্বরীতে গোসলে নেমে ৩ শিক্ষার্থী নিখোঁজ
২৭ জুলাই ২০১৯ ১৩:৪৯ | আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১৬:৪১
সাভার: সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৩ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ছাত্ররা হলেন, মেহেদী, আকাশ ও রাজন। তারা সবাই বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ছেন।
শনিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হন।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ এই ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে ঘুরতে আসে। পরে তারা সাড়ে ১১টার দিকে গোসল করতে নামলে ৩ শিক্ষার্থী স্রোতে ভেসে ডুবে যায়।
ডুবুরি দল ঘটনাস্থলে আসলে নিখোঁজ ছাত্রদের উদ্ধারে অভিযান শুরু হবে বলে জানান তিনি।