যশোর সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু
২৭ জুলাই ২০১৯ ১৩:৪৭
যশোর: যশোরের বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সুজন।
শনিবার (২৭ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত সুজনের বাড়ী বেনাপোলের কাগজ পুকুর গ্রামে।
২১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ১০/১২ জনের একটি মাদক বিক্রেতার দল ফেনসিডিল নিয়ে ভারত সীমান্ত পার হয়ে অগ্রভুলোট সীমান্তে প্রবেশ করেছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালান। এসময় মাদক বিক্রেতারা বিজিবি সদস্যদের উদ্দেশে কয়েকটি বোমা ছোঁড়ে। এতে আকমল হোসেন নামে এক বিজিবি’র হাবিলদার আহত হন। পরে বিজিবি সদস্যরা মাদক বিক্রেতাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালান। এতে চিহ্নিত মাদক বিক্রেতা সুজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে সুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান ওসি।