Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই


২৭ জুলাই ২০১৯ ১৩:৩০

ময়মনসিংহ: ময়মনসিংহের পাগলায় সুজন মন্ডল (২৫) নামে এক চালককে খুন করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

নিহত সুজন মন্ডল উপজেলার সুতারচাপর গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। সুজন মণ্ডল ত্রিমোহনী-রারইহাটি সড়কে অটোরিকশা চালাতেন।

শনিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলার চাকুয়া গ্রামের চাকুয়া পুরাতন শীতলক্ষা ঘাট এলাকার নদীর পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ত্রিমোহনী অটোস্ট্যান্ড থেকে বোরকা পড়া এক নারী বকুলতলা যাওয়ার কথা বলে তার অটোরিকশা রিজার্ভ করে। এর প্রায় এক ঘণ্টা পর থেকে সুজনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে যথাসময়ে বাড়ি ফিরে না আসায় বাড়ির সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাতে অনেক খোঁজাখুজি করেও সুজনের সন্ধান পায়নি তার পরিবার।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান সারাবাংলাকে বলেন, শনিবার ভোরবেলায় চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সুজন মণ্ডলের লুঙ্গি ও গামছা উদ্ধার করে তার পরিবারের লোকজন। পরে সকাল সাড়ে ৭ টার দিকে চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০০ গজ পূর্বে ত্রিমোহনী-বারইহাটি সড়কের পাশে চাকুয়া পুরাতন ঘাট এলাকায় শীতলক্ষা নদীর কিনারায় মাছ ধরার বানা থেকে সুজন মণ্ডলের মৃতদেহ পাওয়া যায়।

মৃতদেহের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত খুঁজে বের করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

অটোরিকশা ছিনতাই ব্যাটারিচালিত অটোরিকশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর