‘বঙ্গবন্ধুকে জানতে হবে, তার আদর্শ ধারণ করতে হবে’
২৭ জুলাই ২০১৯ ১২:০৮ | আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১২:২৬
নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের তৃণমূল থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকেই রয়েছে জাতির জনক ও তাঁর রাজনৈতিক জীবন সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই। বঙ্গবন্ধুকে জানতে হবে। তাঁর আদর্শ ধারণ করতে হবে। সেই আদর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো মজবুত করতে হবে। তাই বঙ্গবন্ধুর আদর্শ পুরো ধারণ ছাড়া আমাদের জন্য বিকল্প কোনো পথ নেই।’
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এর আগে রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে গাজী ভবনে গিয়ে শেষ হয়।
গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ আজ বিশ্বের মধ্যে উন্নয়নের এক রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। সব ষড়যন্ত্র আর নানা প্রতিকূলতাকে মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।’
রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, তারাবো পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম আতিকুর রহমান, সাধারন সম্পাদক মেহেদী হাসান বাবেল, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মসম্পাদক মিথুন ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহিউদ্দিন, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন, সাধারন সম্পাদক রুহুল আমিন, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক রিপন মিয়া, গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু তপন কুমার ঘোষ, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মামুন আকন্দ, সাধারন সম্পাদক আক্তারুজ্জামান, চনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অন্যরা।
গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বেচ্ছাসেবক লীগ