Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় যমুনা ও বাঙালি নদীর পানি কমছে


২৭ জুলাই ২০১৯ ১১:২৬

বগুড়া: বিপৎসীমার ওপরে থাকলেও বগুড়ায় কমতে শুরু করেছে যমুনা ও বাঙালি নদীর পানি। শুক্রবার থেকেই পানি কমতে শুরু করেছে। এতে মানুষের মধ্যে আবারও স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।

বগুড়ায় সারিয়াকন্দি পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঙালি নদীর পানি ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

বাঙালি নদীর পানি বাড়ার কারণে সারিয়াকান্দি, গাবতলী, শেরপুর, ধুনট ও সোনাতলার অধিকাংশ ফসলী জমি পানিতে তলিয়ে গেছে। সরকারি হিসেবে বগুড়ার সারিয়াকান্দী, সোনাতলা ও ধুনট উপজেলার বেশিরভাগ এলাকা এখনও পানির নিচে ডুবে আছে। ২৯টি ইউনিয়নের ৫৬৯টি গ্রামের ২ লাখ ৩৫ হাজার মানুষ ও প্রায় ২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলাগুলোর বিভিন্ন গ্রামের নিচু রাস্তাঘাট ডুবে গিয়ে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

আকস্মিক বন্যা টপ নিউজ বগুড়া বন্যা পরিস্থিতি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর