স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠার রজতজয়ন্তী শনিবার
২৭ জুলাই ২০১৯ ০৩:২৯ | আপডেট: ২৭ জুলাই ২০১৯ ০৩:৩০
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে গড়া অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী শনিবার। রজত জয়ন্তী তথা ২৫বছর পূর্তি উপলক্ষে বর্ণিল আয়োজনে নানা কর্মসূচিতে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠনটি। গত ১১জুলাই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের এক প্রস্তুতি সভায় সংগঠনের ২৫ বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ।
এবার প্রতিষ্ঠার রজত জয়ন্তীতে সংগঠনটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশে আঞ্চলিক সংগঠনের কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এছাড়াও প্রতিষ্ঠার ২৫বছরকে বর্ণিল ও স্মরণীয় করতে রাখতে বর্ণাঢ্য র্যালী, পোস্টার, ফেস্টুন,আলোকসজ্জা, মহাসড়কের দুই পাশ ও গুরুত্বপূর্ণ এলাকায় গেট নির্মাণ করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুরূপ সংগঠনের প্রতিটি জেলা ও উপজেলা কমিটিগুলোও কর্মসূচি পালন করবে।
১৯৯৪ সালের ২৭ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
শুক্রবার সংগঠনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন জানান, ‘কর্মসূচির মধ্যে সকাল ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কর্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং সকাল ১১টায় বঙ্গবন্ধু ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এ শোভাযাত্রার উদ্বোধন করবেন। এছাড়াও গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করবে। পরে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনায় সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হবে। এর পর সকাল ১১ টায় গোপালগঞ্জ শহরে শোভাযাত্রা বের করা হবে। আলোচনা সভা ও ২৫ পাউন্ড ওজনের কেক কাটা হবে।
এদিকে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীর প্রতিটি ওয়ার্ড-থানা সেচ্ছাসেবক লীগের উত্তর-দক্ষিণ কার্যালয়গুলোকে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো.আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের রজতজয়ন্তী উদযাপন করার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: বিয়ের বাড়িতে ডাকাত: নববধুসহ আহত-৬
আওয়ামী লীগ ওবায়দুল কাদের প্রতিষ্ঠা বার্ষিকী রজত জয়ন্তী স্বেচ্ছাসেবক লীগ