Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের বাড়িতে ডাকাত: নববধুসহ আহত-৬


২৭ জুলাই ২০১৯ ০১:২৩

বান্দরবান: পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের চাকঢালার নতুন পাড়ায় বিয়ে বাড়িতে হামলা করেছে দূর্বত্তরা। ওই সময় তারা স্বর্ণ-টাকা সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। দূর্বৃত্তের হামলায় আহত হন নববধুসহ ৬ জন। শুক্রবার (২৬ জুলাই) ভোর ৪ টার সময় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- নববধু ফাতেমা বেগম (১৮), বর ছুরত আলম (২৭), বর-কনের স্বজন ছৈয়দ আলম (২৬), নুরুল আলম (২৪), মোস্তফা খাতুন (৬০) ও আনোয়ারা বেগম (৭০)। আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বিজ্ঞাপন

বর-কনে উভয় পক্ষ অভিযোগ করে বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় শরিয়ত মোতাবেক এ নতুন দম্পতির বিবাহ সম্পন্ন হয় । যথারীতি তারা রাত ১২ টার দিকে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত ৪ টার দিকে ১১/১২ জনের একদল অস্ত্র হাতে মূখোশধারী ডাকাতের বেশে এসে তাদের মারধর করে দেড় ভরি স্বর্ণ, ৪ হাজার টাকা ও ২ টি মোবাইল সেট নিয়ে যায়। মূখোশধারী ডাকাতের ভয়ানক আচরণে নববধুর কানের দুল জোর করে নেওয়ার সময় কানের লতি (কানের নিচের অংশ) ছিঁড়ে যায়। নববধূ সহ আহতরা বর্তমানে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসাধীন।’

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এ বিষয়ে সারাবাংলাকে জানান, ‘আসলে ডাকতের বিয়য়টি নাটকীয় কর্মকান্ড। মেয়েটিকে পূর্বে একজন বিয়ের প্রস্তাব দিয়ে নানান কারণে ব্যর্থ হয়। আসলে ডাকাত নাকি ডাকাতের ছদ্মবেশে ওই লোকজন এসেছিল তা নিয়ে সন্দেহ রয়েছে! বিষয়টি এলাকায় টক অব দ্য নাইক্ষ্যংছড়িতে পরিণত হয়েছে।

ডাকাতি নববধূ আহত নাইক্ষ্যংছড়ি উপজেলা পার্বত্য অঞ্চল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর