Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে ঢাবি ছাত্রের মৃত্যু


২৬ জুলাই ২০১৯ ২৩:৫২ | আপডেট: ২৬ জুলাই ২০১৯ ২৩:৫৪

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফিরোজ কবির নামে ওই শিক্ষার্থী ঢাবি ফাইন্যান্স বিভাগের ২০তম ব্যাচের ছাত্র। সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফিরোজ কবিরের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ফিরোজ কবির। পরে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেখানে তার বাবা ও মা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাত সাড়ে ৯টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ কবির মারা গেছে। সেখানে হল প্রভোস্ট রয়েছেন।

টপ নিউজ ডেঙ্গু আক্রান্ত ঢাবি শিক্ষার্থীর মৃত্যু প্রক্টর

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর