Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে যুবককে গণপিটুনি


২৬ জুলাই ২০১৯ ২০:৪৯

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার (২৬ জুলাই) ভোরে সদর উপজেলার দত্তপাড়া এলাকার মাখনবাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম সুজন (২৭)। তিনি সদরের মান্দারী ইউনিয়নের পশ্চিম জামিরতলী এলাকার বাসিন্দা। তাকে পুলিশি পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, ভোর রাতে ৭ জনের ডাকাত দল দত্তপাড়া এলাকার হিন্দু বাড়ি হিসেবে পরিচিত একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এসময় স্থানীয় এলাকাবাসী তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও সুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সুজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। সে ডাকাত না চোর তা এখনো জানা যায়নি। সুজনকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়াসহ বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গণপিটুনি পুলিশে সোপর্দ লক্ষ্মীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর