Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় আওয়ামী লীগের জয়


২৬ জুলাই ২০১৯ ১৯:০৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক।

নৌকা প্রতীকে নির্বাচন করে রফিকুল ইসলাম ১৬ হাজার ৫৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা পেয়েছেন ৬ হাজার ৬৪৭ ভোট।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে শুরু করে একটানা বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পুরো নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোট ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এ নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হয়। কেন্দ্রগুলোতে ভোটাদের উপস্থিতি ছিল আশানুরূপ।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান ভুঁইয়া পেয়েছেন ৭৩৮ ভোট ও অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন পেয়েছেন ২ হাজার ৫৭২ ভোট।

উল্লেখ্য, কাঞ্চন পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৬৭৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১৮৫ জন এবং নারী ভোটার ১৭ হাজার ৫০০ জন।

আওয়ামী লীগ কাঞ্চন পৌরসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর