ডেঙ্গু জ্বরে আরও এক চিকিৎসকের মৃত্যু
২৬ জুলাই ২০১৯ ১৭:৪২
ঢাকা: রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তানিয়া সুলতানা নামে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ১০ টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
হাসপাতালটির পরিচালক ডা. জসীম উদ্দিন খান সারাবাংলাকে জানান, বুধবার (২৪ জুলাই) খুবই আশঙ্কাজনক অবস্থায় ডা. তানিয়া সুলতানাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক অবস্থাতে টেস্টের মাধ্যমে ডেঙ্গু শনাক্ত হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন তানিয়া সুলতানা মারা যান।’
ডা. তানিয়া রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার (২৪ জুলাই) ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় ওই দিনই তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
তানিয়া সুলতানা ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ এর শিক্ষার্থী ছিলেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন।
গত সোমবার (২২ জুলাই) হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদত হোসেন হাজরা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। শ্বাসকষ্ট অনুভব করার পর তাকে ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, ১৭ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান নিগার নাহিদ দিপু নামে আরেকজন চিকিৎসক মারা যান। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ৩২ ব্যাচের ছাত্রী ছিলেন। তিনি কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন
ডেঙ্গুজ্বর যেন আল্লাহ আর কাউকে না দেয়: অর্থমন্ত্রী
সাড়ে ৩ লাখ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সম্পূর্ণ কাল্পনিক: সাঈদ খোকন
ডেঙ্গুর মহামারিতেও সরকারের কার্যকর পদক্ষেপ নেই: রিজভী
ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে কিনা, জানতে চান আদালত
ডেঙ্গুকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: স্থানীয় সরকারমন্ত্রী
ডেঙ্গুতে অসচেতনতা: ১৫ আবাসন প্রতিষ্ঠানকে জরিমানা
ডেঙ্গু নিয়ে সরকারি তথ্যে গড়মিল!
গুজব ও ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: পিএমও
একদিনে হাসপাতালে ৫৬০ ডেঙ্গু রোগী, শুধু ঢামেকেই ১৪৫
মশার ওষুধ কাজ করছে না দেখেই এত ডেঙ্গু রোগী: স্বাস্থ্যমন্ত্রী
জুলাই মাসেই ঢামেকে ডেঙ্গু রোগী ভর্তি ৯১১, মৃত্যু ৩ জনের