Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে আবারও বিপৎসীমার ওপরে যমুনার পানি


২৬ জুলাই ২০১৯ ১৪:৩৬

সিরাজগঞ্জ: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। ফলে গত ১২ ঘন্টায় ৮ সেন্টিমিটার বেড়ে আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি প্রবাহ রেকর্ড করা হয় ১৩.৩৮ মিটার (ডেঞ্জার লেভেল-১৩.৩৫ মিটার)। অর্থাৎ গতকালই পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার অতিক্রম করেছে।

এর আগে বুধবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত হার্ডপয়েন্টে যমুনার পানি কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে কাজিপুর পয়েন্টে আরও ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কমতে থাকা নদীর পানি হঠাৎ করে বাড়তে থাকায় দ্বিতীয় দফা বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছেন নিম্নাঞ্চলের বানভাসী মানুষ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকে বুধবার (২৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত যমুনার পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে এলাকায় ২৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর থেকে আবার পানি বাড়তে থাকে। বুধবার সন্ধ্যা থেকে গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১২ ঘন্টায় ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আবারও বিপৎসীমা অতিক্রম করেছে নদীর পানি। অন্যদিকে কাজিপুর পয়েন্টেও গত ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি।

টপ নিউজ নদীর পানি বিপৎসীমার উপরে বিপৎসীমা যমুনার পানি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর