Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লস অ্যাঞ্জেলসে গুলি করে বাবা-ভাইসহ ৪ জনকে হত্যা


২৬ জুলাই ২০১৯ ১৩:০৬

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গুলি করে বাবা ও ভাইসহ অন্তত ৪ জনকে হত্যা করেছে এক বন্দুকধারী। বৃহস্পতিবার (২৫ জুলাই) এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। পুলিশ বন্দুকধারীকে গ্রেফতার করেছে।

পুলিশ বিভাগ জানায়, গ্যারি ডেন জার্গোজা (২৬) নামে ওই বন্দুকধারী প্রথমে হামলা করে তার পরিবারের সদস্যদের ওপর। গুলিতে তার ভাই ও বাবা মারা যান। গুরুতর আহত হন তার মা।

পরবর্তীতে পাশের সিএনজি স্টেশনে গিয়ে পরিচিত এক নারীকে গুলি করে সে। ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাস্তায় এক বাসে গুলি চালিয়ে অপর এক ব্যক্তিকেও গুলি করে হত্যা করে ওই ঘাতক।

এখনো এই হামলার কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে জার্গোজা এটিএম লুট করার চেষ্টাও করেছেন বলে জানা যায়।

স্থানীয় মেয়র এই ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

টপ নিউজ বন্দুক হামলা লস অ্যাঞ্জেলস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর