Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পাঁচ উপজেলা পানির নিচে, ফসলের ব্যাপক ক্ষতি


২৬ জুলাই ২০১৯ ১০:৫৩ | আপডেট: ২৬ জুলাই ২০১৯ ১১:০৭

বগুড়া: বগুড়ায় যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে পানি। বন্যার পানিতে তলিয়ে গেছে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার অধিকাংশ এলাকা। ফলে এসব উপজেলার রোপন করা উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬) জুলাই পর্যন্ত যমুনার পানি বেড়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বাঙ্গালি নদীর পানি গত কয়েকদিনের ৪ সেন্টিমিটার কমলেও বিপৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, বাঙ্গালি নদীর পানি বাড়ার কারণে সারিয়াকান্দি, গাবতলী, শেরপুর, ধুনট ও সোনাতলা এলাকার অধিকাংশ ফসলী জমি পানিতে তলিয়ে গেছে। সরকারি হিসেবে বগুড়ার ২৯টি ইউনিয়নের ৫৬৯টি গ্রামের ২ লাখ ৩৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশপাশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার। বন্যার কারণে ৩০ কিলোমিটার কাঁচা রাস্তা ও ৫৮ দশমিক ১৫ কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, বন্যায় ২৩ হাজার ৩০ হেক্টর কৃষি জমি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে ৩১৫টি পুকুরের মাছ। বন্যায় ডুবে গেছে কৃষকের উঠতি ফসল আউস, পাট, আখ, বেগুন, পটল, শসাসহ বিভিন্ন সবজি ক্ষেত। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকেরা।

সারিয়াকান্দি উপজেলার কৃষক আব্দুর রহিম সারাবাংলাকে জানান, পঞ্চাশ শতাংশ জমিতে রোপন করা শসার ক্ষেত সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এই ফসলগুলো তোলার আর কোন উপায় নেই।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা সারাবাংলাকে জানান, ফসলী ক্ষ্যাতের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে গেলে পাওয়া যাবে না রোপন করার মতো বীজ। পানি নেমে যাওয়ার পর সরকার যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে আবার ফসল রোপন করতে পারবেন তারা।

বিজ্ঞাপন

টপ নিউজ নদীর পানি বিপৎসীমার উপরে পাঁচ উপজেলা পানির নিচে বগুড়ায় বন্যা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর