বরিসের মন্তব্যে ‘নাখোশ’ ইইউ
২৬ জুলাই ২০১৯ ০৯:৪৭ | আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০৯:৫০
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে কাঙ্ক্ষিত ব্রেক্সিট চুক্তি এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে ব্রেক্সিট ইস্যুতে স্পর্শকাতর ‘ব্যাকস্টপ’ পলিসি নিয়ে নেতিবাচক মন্তব্য করায় শুরুতেই তার ওপর ‘নাখোশ’ হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
শুক্রবার (২৬ জুলাই) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়।
গোলকধাঁধার ব্রেক্সিট: এই নাটকের শেষ কোথায়?
প্রধানমন্ত্রী হওয়ার পর যুক্তরাজ্যের এমপিদের সঙ্গে প্রথম প্রশ্নোত্তর পর্বে ব্রেক্সিট বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন জনসন। জনসন জানান, ইইউ’র সদস্য দেশ রিপাবলিক অব আয়ারল্যান্ড ও যুক্তরাজ্য নিয়ন্ত্রিত নর্দার্ন আয়ারল্যান্ড সীমান্তে প্রস্তাবিত ব্যাকস্টপ পলিসি নিয়ে তার ধোঁয়াশা রয়েছে। তিনি এ থেকে মুক্তি পেতে চান।
প্রতিক্রিয়ায় ইইউ’র সঙ্গে ব্রেক্সিট নিয়ে প্রধান সমন্বয়কারী মিশেল বার্নিয়ার বলেছেন, জনসন মল্ল যোদ্ধার মতো কথা বলেছেন। ব্যাকস্টপকে একেবারেই ‘বাতিল’ করে দেওয়া অগ্রহণযোগ্য।
প্রসঙ্গত, ওই অঞ্চলে সীমান্তে কড়াকড়ি এড়াতে ইইউ ও সাবেক টেরিজা মে সরকার ব্যাকস্টপ পলিসি নিয়ে আলোচনা করেছিল যাতে পারস্পরিক সমঝোতায় দুপক্ষ কোনো চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত ব্যাকস্টপ পলিসি বজায় থাকে।