অবশেষে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর তথ্য ফরম
২৫ জুলাই ২০১৯ ২০:০২ | আপডেট: ২৫ জুলাই ২০১৯ ২২:২০
ঢাকা: অবশেষে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর তথ্য ফরম পেল রাজধানীর হাসপাতালগুলো। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে হাসপাতালগুলোতে এ সব ফরম পাঠায় স্বাস্থ্য অধিদফতর। গত বুধবার (২৪ জুলাই) সারাবাংলা ডটনেটে ‘ডেঙ্গু নিয়ে সরকারি তথ্যে গড়মিল!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর আজ স্বাস্থ্য অধিদফতর থেকে হাসপাতালগুলোতে ফরম পাঠানো হয়। স্বাস্থ্য অধিদফতর ও একাধিক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালের কমিউনিকেশনস বিভাগের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন সারাবাংলাকে বলেন, ‘আমরা প্রতিদিনের আপডেটই স্বাস্থ্য অধিদফতর ও সিটি করপোরেশনকে জানিয়ে থাকি। কিন্তু কেন আমাদের রিপোর্ট আপডেট হয়নি জানি না।’
তিনি বলেন, ‘আমরা এতদিন স্বাস্থ্য অধিদফতর থেকে ডেঙ্গু সংক্রান্ত কোনো ফরম পাইনি। আজই প্রথম স্বাস্থ্য অধিদফতর থেকে ফরম পেলাম। এখন থেকে আমরা সেটিও প্রতিদিন আপডেট করে পাঠাব।’
হাসপাতালে নতুন রোগী ভর্তি হওয়া বিষয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগী প্রতিদিনই হাসপাতালে আসছেন। ওনাদের কাউকে ভর্তি রাখা হয় আবার কেউ কেউ চিকিৎসা নিয়ে চলে যান। প্রতিদিনই আমরা নতুন রোগীদের ভর্তি করাচ্ছি।’
একই কথা জানান রাজধানীর উত্তরায় অবস্থিত বেসরকারি হাসপাতাল শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. বাশিদুল ইসলাম। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমাদের হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। আগে সিটি করপোরেশন থেকে খবর নেওয়া হতো। কিন্তু এই মৌসুমে এখনো কোনো আপডেট কেউ নিতে আসেননি। আজকেই আমরা স্বাস্থ্য অধিদফতর থেকে একটা ফরম পেয়েছি যেটা প্রতিদিনের আপডেট সহকারে পাঠানো হবে এখন থেকে।’
তবে ফরম না পাঠানোর বিষয়টি স্বীকার করেনি স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটির হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার সারাবাংলাকে বলেন, ‘সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতিদিনের রিপোর্ট আপডেট করতে আমরা অনেক আগে থেকেই বলে আসছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন কারণ দেখিয়ে তা সময়মতো পাঠাচ্ছিল না। আর তাই এই বিষয়ে সকল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি মিটিং করা হয়। সকল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আবারও ফরম পাঠানো হয়েছে। আশা করছি, পরবর্তীতে ওনারা প্রতিদিনের রিপোর্টই আপডেট করে দেবেন।’
সর্বশেষে দেওয়া তথ্য অনুযায়ী, স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া সরকারি প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৯ হাজার ২৫৬ জন। এর মধ্যে ৬৯২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন সুস্থ হয়ে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩২২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। রিপোর্টটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দেখানো হয় ৮ জন। রিপোর্টটিতে মোট ২৪টি হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই বলে জানানো হয়।
আরও পড়ুন
ডেঙ্গুজ্বর যেন আল্লাহ আর কাউকে না দেয়: অর্থমন্ত্রী
সাড়ে ৩ লাখ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সম্পূর্ণ কাল্পনিক: সাঈদ খোকন
ডেঙ্গুর মহামারিতেও সরকারের কার্যকর পদক্ষেপ নেই: রিজভী
ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে কিনা, জানতে চান আদালত
ডেঙ্গুকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: স্থানীয় সরকারমন্ত্রী
ডেঙ্গুতে অসচেতনতা: ১৫ আবাসন প্রতিষ্ঠানকে জরিমানা
ডেঙ্গু নিয়ে সরকারি তথ্যে গড়মিল!
গুজব ও ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: পিএমও
একদিনে হাসপাতালে ৫৬০ ডেঙ্গু রোগী, শুধু ঢামেকেই ১৪৫
মশার ওষুধ কাজ করছে না দেখেই এত ডেঙ্গু রোগী: স্বাস্থ্যমন্ত্রী
জুলাই মাসেই ঢামেকে ডেঙ্গু রোগী ভর্তি ৯১১, মৃত্যু ৩ জনের
এডিস মশা ডেঙ্গু রোগী তথ্য ফরম মশা স্বাস্থ্য অধিদফতর হাসপাতাল